Site icon Jamuna Television

ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন যমুনা টিভির দুই সিনিয়র রিপোর্টার

ইআরএফ অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের দুই সিনিয়র প্রতিবেদক মাসুদুজ্জামান রবিন ও আলমগীর হোসেন।

বাংলাদেশে চায়না চেম্বার- ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের দুই সিনিয়র প্রতিবেদক মাসুদুজ্জামান রবিন ও আলমগীর হোসেন। বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রতিবেদন করেছিলেন তারা।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রফতানিখাতের কাঁচামালের সবচেয়ে বড় যোগানদাতা চীন। বাংলাদেশের বিভাগীয় শহরে হাসপাতাল নির্মাণ করবে চীনা কোম্পানি। সেই বিনিয়োগ প্রস্তাব নিয়ে প্রতিবেদন তুলে ধরে যমুনা টেলিভিশন।

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেনের প্রতিবেদনটি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স- বিসিসিসিআই ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করে।

তথ্য প্রযুক্তিখাতেও বিসিসিসিআই-ইআরএফ পুরস্কার পান যমুনা টেলিভিশনের আরেক সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান রবিন। বাংলাদেশের ব্যান্ডইউথ শিল্পে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনটি করেন রবিন। টেলিভিশনে ৪টিসহ মোট ১০ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত। এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Exit mobile version