Site icon Jamuna Television

পর্যটকদের জন্য করোনা বিধিনিষেধ শিথিল করছে থাইল্যান্ড

পর্যটকদের জন্য করোনা বিধি নিষেধ শিথিল করছে থাইল্যান্ড

ছবি: সংগৃহীত

পর্যটকদের জন্য করোনা বিধি নিষেধ শিথিল করছে থাইল্যান্ড। ১ নভেম্বর থেকে ১০ দেশের নাগরিকরা শর্ত মেনে ভ্রমণের সুযোগ পাবে থাইল্যান্ডে।

দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুথ চান বলেন, যুক্ত, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্রসহ কম ঝুঁকিতে থাকা দেশের নাগরিকরা প্রবেশর সুযোগ পাবে। তবে তাদের নেয়া থাকতে হবে পূর্নাঙ্গ ডোজ করোনার ভ্যাকসিন। এমনকি ভ্রমণের আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং বিমানবন্দরে নামার পরও করাতে হবে করোনা পরীক্ষা। এর পর নেগেটিভ সনদ মিললেই উন্মুক্ত ভাবে দেশটিতে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকরা। মূলত পর্যটন খাতকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্য বলছে, গেলো বছর দেশটিতে ভ্রমণ করেছে মাত্র ৭০ হাজার পর্যটক। অথচ ২০১৯ সালে এই সংখ্যা ছিলো ৪ কোটির বেশি।

এনএনআর/

Exit mobile version