Site icon Jamuna Television

সাইক্লোন ‘কোমপাসু’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন

সাইক্লোন 'কোমপাসু'র তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন

ছবি: সংগৃহীত

সাইক্লোন ‘কোমপাসু’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা-ভূমিধসে নিহত কমপক্ষে ৯ জন; এখনো নিখোঁজ ১১।

সোমবার ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের ভূখণ্ডে আঘাত হানে ঝড়টি। এর আগেই, উপকূলীয় এলাকাগুলো থেকে ১৬শ’র বেশি মানুষকে সরানো হয় নিরাপদ আশ্রয়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বেংগুয়েত প্রদেশে ভূমিধসে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। পালাওয়ান এলাকায়, বন্যার পানির তোড়ে ভেসে গেছেন অনেকে। পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। এছাড়া বিদ্যুৎ ও পানি সংযোগ ফেরাতে চলছে কার্যক্রম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিকালেই স্বাভাবিক হবে পরিস্থিতি।

এনএনআর/

Exit mobile version