Site icon Jamuna Television

স্যুটের সাথে বুটের বদলে স্যান্ডেল পরে আলোচনায় কিম

স্যুটের সাথে বুটের বদলে স্যান্ডেল পরে আলোচনায় কিম

ছবি: সংগৃহীত

স্যুট-বুট নয়। সুটের সাথে স্যান্ডেল পরে আলোচনার জন্ম দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সাদামাটা আরামদায়ক স্যান্ডেল পরেই হেঁটে বেড়ালেন রেড কার্পেটে।

গত রোববার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন কিম জং উন। ফরমাল কালো স্যুট, বার্গেন্ডি টাই, অর্ধেক রিম’র চশমা সবকিছুতেই ছিল আভিজাত্য।

তবে সেসব ছাপিয়ে বিশ্বের নজর কেড়ে নিয়েছে তার কালো মোজার ওপর পরা কালো জুতা। কেনো জুতার বদলে স্যান্ডেল পরলেন তা নিয়েও তৈরি হয়েছে নানা গুঞ্জন।

কেউ কেউ মনে করছেন, পায়ে সমস্যার কারণেই হয়তো এ পদক্ষেপ। গত কয়েক মাসে বেশ কয়েকবারই কিময়ের অসুস্থতার গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি তার ওজনও কমেছে অনেকটা। দীর্ঘ বক্তৃতার সময় তাকে দেখা যায় বিশেষ নরম ম্যাটের ওপর দাঁড়াতে।

এনএনআর/

Exit mobile version