Site icon Jamuna Television

অর্থকষ্টে অমিতাভ! ১৫ বছরের জন্য দিলেন বাড়ি ভাড়া

ছবি: সংগৃহীত

কিছু দিন আগেই ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অভিষেক বচ্চন। মুম্বাইয়ের ওবেরয় বহুতলের বিলাসবহুল ফ্ল্যাটটি তিনি বিক্রি করেছেন ৪৫.৭৫ কোটি রুটিতে। এই ফ্ল্যাটের দৌলতে একদা অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চন শাহিদ কাপুর এবং অক্ষয় কুমারের প্রতিবেশী ছিলেন। এবার বাড়ি ভাড়া দিলেন অমিতাভ বচ্চন! খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, জলসার কাছাকাছি বচ্চনদের আরও দুটি বাড়ি রয়েছে। ‘বৎস’ এবং ‘আম্মু’। সেই দু’টি বাড়ি তিনি এর আগে ভাড়া দিয়েছিলেন সিটি ব্যাংককে। শর্ত অনুযায়ী ২০১৯-এর জুনে সংস্থা খালি করে দেয় বাড়ি দু’টি। এবার ভাড়া দেয়া হচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে।

এক রিয়েল এস্টেট সংক্রান্ত বিশ্লেষক সংস্থা জানিয়েছে, ১৫ বছরের জন্য তার ৩ হাজার ১৫০ বর্গফুটের দু’টি বাড়ি ভাড়া দিলেন বিগ বি। চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছরে ২৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। প্রতি মাসে প্রদেয় ভাড়ার অর্থ ১৮.৯ লক্ষ টাকা।

জন্মদিনের পরের দিনেই বাড়ি ভাড়া দেয়ার খবর ছড়াতে অনুরাগী মহলে প্রশ্ন, তবে কি ফের আর্থিক অনটনে বচ্চন পরিবার? এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি বচ্চন পরিবারের থেকে।

ইউএইচ/

Exit mobile version