Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্র্রাহ্মণবাড়িয়ায় মাদক উদ্ধার অভিযানে ১২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোড্ডা এলাকার নতুন রেল ব্রীজের পূর্ব পাশে তিতাস নদীর উত্তর তীরে এ অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় মো. রাহিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বস্তা তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাকি ৩ জন পলাতক রয়েছে। পলাতক আসামিরা হলো মো. আব্দুল আলীম (৫১), মো. শাহাদাৎ খলিফা (৩৮) ও মো. কামাল হোসেন (২৮)।

উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক বাকি ৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version