Site icon Jamuna Television

ডিবি কার্যালয়ে মুসা বিন শমসের

মুসা বিন শমসের। ছবি: সংগৃহীত

সচিব পরিচয় দেয়া প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে হাজির হয়েছেন আলোচিত ধনকুবের মুসা বিন শমসের।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তার ছেলে জুবি মুসাকে নিয়ে হাজির হন তিনি।

এর আগে গত রোববার তাকে ডাকা হলে তিনি তার ছেলে জুবি মুসাকে ডিবি কার্যালয়ে পাঠান। সেদিন জিজ্ঞাসাবাদে জুবি মুসা যথাযথ উত্তর দিতে পারায় আজ মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানায় ডিবি।

গোয়েন্দা পুলিশ জানায়, প্রতারক আব্দুল কাদের ও মুসা বিন শমসের মধ্যে কোটি টাকার লেনদেন হয়েছে। দুজনের মধ্যে কিসের লেনদেন এই বিষয়টি জানার জন্য মুসা বিন শমসেরকে ডাকা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version