Site icon Jamuna Television

গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী

গরম তেল ঢেলে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী

ছবি: সংগৃহীত

স্ত্রীকে গরম তেল ঢেলে হত্যার অভিযোগে স্বামী সজনু মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল ঘাতক সজনু মিয়াকে কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর একথা জানান। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর আশুলিয়ার জিরানী বাজারে এক মেসে স্বামী সজনু মিয়া যৌতুক চেয়ে না পাওয়ায় গরম তেল ঢেলে দেয় স্ত্রী স্বর্না বেগমের গায়ে। এরপর স্বামী পালিয়ে যায়। এক পর্যায়ে শেখ হাসিনা বার্ন ইন্সস্টিটিউটে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্বর্ণা বেগমের মৃত্যু হয়।

এই ঘটনায় স্বর্ণা বেগমের মা বাদি হয়ে সজনু মিয়াকে আসামি করে মামলা করে। ২০০৭ সালে সজনু মিয়া ও স্বর্ণা বেগমের বিবাহ হয়।

এনএনআর/

Exit mobile version