Site icon Jamuna Television

দেখে নিন টি-টোয়েন্টিতে রশিদের পছন্দের পাঁচ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে পছন্দের সেরা পাঁচজনকে বেছে নিলেন আফগানিস্তানের পোস্টার বয় রশিদ খান। আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই তালিকা।

রশিদ তার পছন্দের তালিকায় ভারত থেকে সর্বোচ্চ ২ জনকে রেখেছেন। এরা হলেন ভিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়াও আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।

শীর্ষ পাঁচ বাছাইয়ের কারণও জানিয়েছেন বর্তমান বিশ্বের সেরা এ লেগস্পিনার। করেছেন এদের মধ্যে র‍্যাঙ্কিংও। আলাদা আলাদা কারণে তাদেরকে পছন্দের তালিকায় রেখেছেন তিনি।

যেকোনো উইকেটে রান করার সামর্থ্য থাকায় তালিকার শীর্ষে রেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। ঠান্ডা মেজাজে খেলার পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মারার দক্ষতা থাকায় কেন উইলিয়ামসনকে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রেখেছেন রশিদ খান। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটার এবি ডি ভিলিইয়ার্স আছেন তার পছন্দের তিন নম্বরে। পছন্দের তালিকার চার নম্বরে রেখেছেন ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা কাইরণ পোলার্ডকে। আর পাঁচ নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া।

Exit mobile version