Site icon Jamuna Television

চলতি সপ্তাহেই শুরু হবে শিশুদের টিকা কার্যক্রম: স্বাস্থ্যের ডিজি

ছবি: সংগৃহীত।

চলতি সপ্তাহেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যের ডিজি বলেন, টিকা সংরক্ষণ জটিলতার কারণে সারা দেশে ২১টি কেন্দ্রে শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে। তবে কোন কোন কেন্দ্রে এই কার্যক্রম চালানো হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান ডা. আবুল বাশার।

নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে স্কুলের কাছ থেকে তালিকা এনে টিকা দেয়া হবে। পরে তাদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে বলেও জানান স্বাস্থ্যের ডিজি।

Exit mobile version