Site icon Jamuna Television

হঠাৎ মমতার কার্যালয়ে আগুন!

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কার্যালয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানান, রাজ্য সচিবালয়ের (নবান্ন) ১৪ তলায় আকস্মিক আগুন লাগে মঙ্গলবার সকালে। ভবনের ওই তলাতেই মমতার অফিস। সেখান থেকে অনর্গল ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

আগুন লাগার সাথে সাথেই সেখানে ফায়ার সার্ভিস এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

দমকল সূত্রে জানা গেছে, চোদ্দোতলায় একটি মোবাইল টাওয়ারের প্যানেল বক্সে আগুন লেগে এই বিপত্তি ঘটেছিল। কী কারণে তাতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্যানেল বক্সে শর্ট সার্কিট হয়েছে কি না বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি জেরে আগুন লেগেছে কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version