Site icon Jamuna Television

প্রস্ততি ম্যাচে মুখোমুখী বাংলাদেশ-শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শ্রীলঙ্কার সাথে প্রস্ততি ম্যাচে নামতে গতকাল ২ ঘণ্টার অনুশীলন করেছে বাংলাদেশ দল; তবে অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাক ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না তিনি। আর আইপিএল শেষে দলের সাথে যোগ দিবেন সাকিব আল হাসান।

আগামী ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলে আবার ওমানে ফিরে যাবে টাইগাররা। সেই ফেরাটা ১৬ অক্টোবর। ঠিক পরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ।

/এসএইচ

Exit mobile version