Site icon Jamuna Television

আমার আত্মার শান্তির জন্য মিউজিক ভিডিও হোক, মোদিকে চিঠি দিয়ে আত্মঘাতী কিশোর

ছবি: সংগৃহীত।

‘ভালো নৃত্য শিল্পী হতে চেয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে মৃত্যুর পর যদি আমাকে নিয়ে মিউজিক ভিডিও বানানো হয়, তবেই আত্মা শান্তি পাবে’। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে,  সোমবার (১২ অক্টোবর) এমনই একটি চিঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে লিখে আত্মহত্যা করেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ১৬ বছরের এক কিশোর।

পুলিশ বলছে, এদিন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। তার মরদেহের পাশে পড়ে থাকতে দেখা যায় একটি সুইসাইড নোট। সেখানে মোদিকে উদ্দেশ্য করে লেখা ছিল, ভাল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু পরিবারের তাতে মত ছিল না। বহু চেষ্টা করেছিলাম পরিবারের সম্মতি আদায় করার। কিন্তু পারিনি। তাই নিজের জীবন শেষ করে দিচ্ছি।

এই চিঠির শেষে কিশোর তার একটি শেষ ইচ্ছার কথা জানিয়ে গেছেন মোদিকে। লিখেছেন, তার মৃত্যুর পর যেন একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়। যাতে গান গাইবেন অরিজিৎ সিং, আর কোরিওগ্রাফি করবেন নেপালি নৃত্যশিল্পী সুশান্ত খতরি। এই ইচ্ছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূরণ করেন তাহলেই তার আত্মা শান্তি পাবে।

কিশোরের পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্ত করতে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version