Site icon Jamuna Television

শুভ জন্মদিন হিউ জ্যাকম্যান

আজ হিউ জ্যাকম্যানের জন্মদিন।

তিনি একধারে একজন সঙ্গীতশল্পী, অভিনেতা ও প্রযোজক। তবে সবার কাছে তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবেই, আজ অস্ট্রেলিয়ান তারকা হিউ জ্যাকম্যানের ৫৩তম জন্মদিন।

১৯৬৮ সালের ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম হিউ মাইকেল জ্যাকম্যান, তবে তাকে সবাই হিউ জ্যাকম্যান নামেই চেনেন। তবে রুপালী পর্দায় তিনি সবার কাছে জনপ্রিয় এক্স-ম্যান বা উলভারিন হিসেবে ।

হিউ জ্যাকম্যান হলিউডে অভিনেতা হিসেবে পরিচিত হলেও তার আরেকটি বিশেষ পরিচয় হলো, তিনি একজন সঙ্গীতশিল্পীও। এছাড়াও বিভিন্ন অ্যানিমেশন সিনেমায় তার কণ্ঠ সব সময়ই প্রাধান্য পায়।

হিউ জ্যাকম্যান অসংখ্য হলিউডি সিনেমায় অভিনয় করেছেন। তবে এক্স-ম্যান সিরিজে উলভারিন চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশী জনপ্রিয়তা পান। এই চরিত্রই যেন পাল্টে দেয় তার অভিনয়ের ক্যারিয়ার।

এক্স-ম্যান ছাড়াও ভ্যান হেলসিং, দ্য প্রেস্টিজ, চ্যাপি, প্যান, রিয়েল স্টীলের মত অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিউ জ্যাকম্যান তার শক্তিশালী অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন অস্কার ও গোল্ডেন গ্লোবের মত আসরেও।

/এসএইচ

Exit mobile version