Site icon Jamuna Television

চরকিতে আসছে ‘খাঁচার ভেতর অচিন পাখি’

রায়হান রাফি পরিচালিত 'খাঁচার ভেতর অচিন পাখি' মুক্তি পাবে এ মাসেই।

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আসছে রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘খাঁচার ভেতর অচিন পাখি’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও তমা মির্জা।
গত সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। এখনও মুক্তির কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসেরই কোনো এক বৃহস্পতিবারে মুক্তি পাবে সিনেমাটি।

খাঁচার ভেতর অচিন পাখির গল্প মূলত এক পরিত্যক্ত কারখানায় আটকে পড়া দুজন মানুষের। যাদের মধ্যে একজন রাজনীতিবিদ আর অন্যজন পাখি। পরিত্যক্ত ঐ কারখানা থেকে বেরিয়ে আসার চেষ্টা নিয়েই সিনেমাটির গল্প এগিয়ে যাবে, আর এর মধ্যেই বেরিয়ে আসবে চাঞ্চল্যকর সব গোপন তথ্য। পুরো সিনেমার শ্যুটিং হয়েছে রংপুরের এক পুরোনো ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন ধরে সেখানেই চলেছে শুটিং। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন ও সুমন আনোয়ারকে।

এ ছবির নির্মাতা রায়হান রাফি বিশ্বাস করেন যে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে নতুন কিছুর স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের দর্শকরা।

/এসএইচ

Exit mobile version