Site icon Jamuna Television

ইংল্যান্ডকে রুখে দিলো হাঙ্গেরি; টিকিট কনফার্ম ডেনমার্কের

ছবি: সংগৃহীত

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে হাঙ্গেরি। ইংল্যান্ডের ঘরের মাঠে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

গ্রুপ আই এর ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে হাঙ্গেরিকে আতিথ্য দেয় ইংল্যান্ড। কিন্তু হোম ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ইংলিশরা। লুক’শর ভুলের ফায়দা নিয়ে ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হাঙ্গেরিকে লিড এনে দেন রোল্যান্ড সালাই। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে ইংল্যান্ড। ৩৭ মিনিটে ডিফেন্ডার জন স্টোনস গোল করেন থ্রি লায়ন্সদের হয়ে। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। তবে গ্যলারিতে আবারও সংঘাতে জড়িয়েছে ইংল্যান্ড ও হাঙ্গেরি সমর্থকরা।

এই ম্যাচ ড্র করলেও ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষেই রইলো ইংল্যান্ড। অন্যদিকে সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে গ্রুপের চতুর্থ অবস্থানে।

এদিকে গ্রুপ এফ এর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয় ডেনমার্ক। ম্যাচের ৫৩ মিনিটে জোয়াকিম মিলের একমাত্র গোলে ১-০ গোলের জয় পায় ডেনকার্ম। বাছাইপর্বের ৮ ম্যাচের সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপে এরইমধ্যে জায়গা করে নিয়েছে ড্যানিশরা।

Exit mobile version