Site icon Jamuna Television

প্রকাশ্য অনুশীলন শুরু করলেন নেইমাররা

ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশের তালিকায় ব্রাজিল ছিল বরাবরই শীর্ষে। তাই এতদিন প্রকাশ্যে ফুটবল অনুশীলন করেনি সেদেশের জাতীয় ফুটবল দল। তবে মহামারির ধকল কিছুটা কমে আসায় ওপেন ট্রেনিং সেশন করলো ব্রাজিল।

শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের জন্য মঙ্গলবার মানাউশ শহরে দর্শকদের উপস্থিতিতে অনুশীলন করে ব্রাজিল দল।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে আনা হয়েছে পরিবর্তন। ডানিলো ও মার্কুইনহোসের পরিবর্তে দলে ডাক পেয়েছেন এমারসন রয়াল ও লুকাস ভেরিসিমো। এছাড়াও নেইমারকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোজার পরিবর্তে ডাক পেয়েছেন লিডস ইউনাইটেডে খেলা উইঙ্গার রাফিনিয়া।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটিতে ব্রাজিলের লক্ষ্য থাকবে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করা। আর উরুগুয়ের লক্ষ্য থাকবে ইকুয়েডরকে হটিয়ে তালিকার তিনে স্থান করে নেয়া। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা। আর ১১ ম্যাচ খেলে উরুগুয়ের পয়েন্ট ১৬।

Exit mobile version