Site icon Jamuna Television

এবার অ্যামব্রোসের ওপর চটলেন গেইল

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে এবারও জায়গা করে নিয়েছেন ক্রিস গেইল। কিন্তু দেশটির সাবেক ক্রিকেটার কার্টলি আমব্রোস তাকে আটোচয়েজ না বলাতে তার ওপর চটেছেন দ্য ইউনিভার্স বস।

সেইন্ট কিটসের রেডিও শোতে এই সম্পর্কে ক্রিস গেইল জানান, দলে প্রথম দিকে আমব্রোসকে ভালো লাগতো। কিন্তু অবসরের পর থেকেই আমব্রোস গেইলের বিরুদ্ধে বলা শুরু করেন। কারণ না জানা থাকলেও গেইল মনে করেন মনোযোগ পেতেই আমব্রোসের এমন প্রচেষ্টা।

গেইল মনে করিয়ে দেন তারা দুইবার বিশ্বকাপ জিতেছে। আর তৃতীয়বার জেতার চেষ্টায় এবারের বিশ্বকাপে পাড়ি জমাচ্ছে। তাই নিজেকে দ্য ইউনিভার্স বস বলে সম্বোধন করে গেইল জানান সাবেক ক্রিকেটাররা নেতিবাচক হলে তাদের জন্য কোন সম্মান থাকবে না গেইলের।

এই মাসের শুরুর দিকেই অ্যামব্রোস জানিয়েছেন, গত ১৮ মাসে গেইল খুব বেশি ভাল খেলতে পারেনি। সে আমার কাছে অটোচয়েজ নয়। সে হাতেগোনা কয়েকটি হোম সিরিজ খেলেছে। বড় কোনো স্কোরও করতে পারেনি।

Exit mobile version