Site icon Jamuna Television

হংকংয়ে টাইফুন ‘কম্পাসু’র তাণ্ডব, শিক্ষা প্রতিষ্ঠান-পুঁজিবাজার বন্ধ

ছবি: সংগৃহীত

টাইফুন ‘কম্পাসু’র তাণ্ডবের শিক্ষা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার বন্ধ রেখেছে হংকং। বুধবার ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এরইমধ্যে উপকূল এবং নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। যারা বাড়ি ছাড়তে নারাজ তাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, টাইফুনের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ৮৩ কিলোমিটার। এর ঘূর্ণবেগ ঘণ্টায় ১০১ কিলোমিটার। পর্যবেক্ষকরা জানান, বুধবার বিকাল নাগাদ কমে আসবে ঝড়ের শক্তি; পরিণত হবে নিম্নচাপে।

এর আগে, ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে কম্পাসু। প্রাণ হারান দেশটির কমপক্ষে ১১ জন; এখনো নিখোঁজ ৭ বাসিন্দা।

ইউএইচ/

Exit mobile version