Site icon Jamuna Television

মানবপাচারকারী চক্রের হোতাসহ আটজন গ্রেফতার

ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকা থেকে মানবপাচারকারীর অন্যতম হোতা টুটুলসহ মোট আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই চক্র মধ্যপ্রাচ্যে মানবপাচারের সাথে জড়িত বলে জানিয়েছে র‍্যাব। আর এভাবেই মুদি দোকানি থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক বনে গেছে টুটুল।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টুটুল ও তার সহযোগী তৈয়বসহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তবে এ বিষয়ে আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Exit mobile version