Site icon Jamuna Television

বালির বর্ষবরণে ইন্টারনেট বন্ধ

বালিতে বর্ষবরণ উৎসব উপলক্ষে মোবাইল কোম্পানিগুলোকে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। উৎসবের অন্যতম অনুষঙ্গ নেপি বা ‘নীরবতা দিবস’ উদযাপনে এ নিদের্শ দেওয়া হয়েছে।

আগামী শনিবার পর্যটকদের কাছে জনপ্রিয় এ দ্বীপটিতে বর্ষবরণ উৎসব পালিত হবে। এ ছাড়া, উৎসবের দিন স্থানীয় সময় বিকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত বালি বিমানবন্দরও বন্ধ থাকবে।

ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের বালি দফতরের প্রধান নোমান সুজায়া জানান, নেপি উপলক্ষে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হবে। তবে অন্যান্য ইন্টারনেট ব্যবস্থা যেমন হোটেলের ওয়াইফাই, সরকারি সেবা, বিমানবন্দর, হাসপাতাল, নিরাপত্তা বাহিনী ও ব্যাংকিং খাত স্বাভাবিক থাকবে।

স্থানীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এইদিন চারটি ‘নিষেধাজ্ঞা’ মেনে চলেন। এগুলো হচ্ছে- আগুন জ্বালানো যাবে না, ভ্রমণ করা যাবে না, কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না, উপভোগ করা যাবে না। কেউ কেউ এদিন খাবারও স্পর্শ করেন না। আবার অনেকে কথাও বলেন না।

নেপি’র দিন মোবাইল ইন্টারনেট বন্ধে ইন্দোনেশিয়ার ধর্মীয় ও নাগরিক নেতাদের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীও সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন।

Exit mobile version