Site icon Jamuna Television

স্বাস্থ্যবিদদের সন্দেহ; বুস্টার ডোজের ছাড়পত্র পাবে মডার্না-জনসনের টিকা?

স্বাস্থ্যবিদদের সন্দেহ; বুস্টার ডোজের ছাড়পত্র পাবে মডার্না-জনসনের টিকা?

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহেই বুস্টার ডোজের জন্য মডার্না এবং জনসন এন্ড জনসনের ভ্যাকসিন পেতে পারে ছাড়পত্র। মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএ (FDA) দিলো এ ইঙ্গিত।

প্রতিষ্ঠানগুলো গেলো মাসেই অনুমোদনের জন্য আবেদন করেছিলো। আগামী বৃহস্পতি ও শুক্রবার এ ব্যাপারে জরুরি বৈঠকে বসবে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি। তারাই জানাবেন, বুস্টার ডোজের জন্য কতোটা কার্যকরী দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। আদৌ মিলবে কিনা ছাড়পত্র, সেটাও জানা যাবে তখন।

কারণ মডার্নার পাঠানো তথ্য নিয়ে কিছুটা সন্দেহে প্রকাশ করছেন স্বাস্থ্যবিদরা। ৩৪৪ স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত জরিপের তথ্য প্রতিষ্ঠানটি দিয়েছে এফডিএ’কে। যেখানে করোনা প্রতিরোধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরির দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যারা ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করেছেন; তারা এরইমাঝে নিয়ে ফেলছেন তৃতীয় দফার ডোজ।

এনএনআর/

Exit mobile version