Site icon Jamuna Television

আরিয়ানের জন্য এবার সালমানের আইনজীবীর শরণাপন্ন শাহরুখ

ছবি: সংগৃহীত।

পর পর কয়েকবার আরিয়ানের জামিন নাকচ হলো। এই অভিজ্ঞতা থেকে এবারে আগের মুম্বাইয়ের দুঁদে আইনজীবী সতীশ মানশিন্ডেকে বাতিল করলেন শাহরুখ খান। বুধবার (১৩ অক্টোবর) আবারও হবে জামিন শুনানি। তবে এবারে আরিয়ানের হয়ে লড়বেন আইনজীবী অমিত দেশাই। তিনি ২০০২ সালে সালমানের গাড়িচাপা মামলায় লড়েছিলেন। সেই মামলা থেকে সালমানকে বেরও করিয়ে নিয়ে আসেন অমিত। খবর দ্য ফ্রি প্রেস জার্নালের।

আরিয়ানের জামিন নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন অমিত দেশাই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাতদিন ধরে কারাবন্দি আরিয়ানের জামিনের শুনানি তদন্তের আলামতের ওপর নির্ভরশীল নয়। তার জামিন নিয়ে আমি কোনও তর্ক-যুক্তিতে যাবো না। আদালতের কাছে সরাসরি জামিনের দিন জানানোর জন্য আবেদন করবো।

তিনি আরও বলেন, আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। শুধু প্রশাসনের জন্য কারও স্বাধীনতা এভাবে খর্ব হতে পারে না।

আজ বুধবার (১৩ অক্টোবর) আবারও আরিয়ানের জামিনের জন্য আবেদন করবেন তার আইনজীবীরা। বেলা ২টা ৪৫ মিনিটে জামিনের রায় শোনাবেন আদালত। শোনা যাচ্ছে, বুধবারের রায় ঘোষণার দিন আদালতে নিজেই উপস্থিত থাকবেন শাহরুখ খান ও গৌরি। তবে আজও যদি আদালত জামিন নামঞ্জুর করেন, তবে আরিয়ানের আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানা গেছে।

Exit mobile version