Site icon Jamuna Television

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রাইমা সেন

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রাইমা সেন

ছবি: সংগৃহীত

পর্দায় বেশ কয়েক বার সাত পাক ঘুরে ফেলেছেন। লাল বেনারসি, মাথায় মুকুট পরে মুখে চন্দন লাগিয়ে পানপাতায় মুখ ঢেকেছেন। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন রাইমা সেন? খবর আনন্দবাজার পত্রিকার।

নিজেকে নিয়ে রটতে থাকা এসব গুঞ্জন বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল সুচিত্রা-নাতনি। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। এ বিষয়ে রাইমা বলেন, যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।

কাছু সময় থেমে রাইমা আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করবো না। নিজের কাজটাই মন দিয়ে করবো। নিজের মতো করে থাকব।

এনএনআর/

Exit mobile version