Site icon Jamuna Television

টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য স্থল সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নভেম্বরের প্রথম দিকে জরুরি নয় কিন্তু করোনার টিকা নিয়েছে এমন ভ্রমণকারীদের জন্যে কানাডা ও মেক্সিকোর সাথে স্থল সীমান্ত খুলে দেবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১২ অক্টোবর) হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা এক ঘোষণায় এ কথা বলেন।

ওই কর্মকর্তা বলেন, খুব শিগগিরই প্রশাসন এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানাবে। স্থল সীমান্তের পাশাপাশি আন্তর্জাতিক আকাশ ভ্রমণেরও সময় জানানো হবে।

হোয়াইট হাউস সূত্র বলছে, দুই ধাপে স্থল সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে। এদিকে স্থল সীমান্তের বিধি নিষেধের মেয়াদ ২১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। পুনরায় খুলে দেয়ার তারিখ জানানোর আগ পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ কেবল আরেক দফা বাড়াতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ গত সেপ্টেম্বরে বলেছিল, টিকা নেয়া সকল বিমান যাত্রীর জন্যে নভেম্বরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চীন ও পরে ভারত ও ব্রাজিলের যাত্রীদের জন্যে সীমান্ত বন্ধ করে দেয়। মেক্সিকো ও কানাডার সাথেও স্থল সীমান্ত বন্ধ করে ওয়াশিংটন।

Exit mobile version