Site icon Jamuna Television

বাঁচা-মরার লড়াইয়ে সুমন রেজার গোলে এগিয়ে বাংলাদেশ

চলছে বাংলাদেশ ও নেপালের ম্যাচ।

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের অলিখিত সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে ফরোয়ার্ড সুমন রেজার গোলে ম্যাচের শুরুতেই মূল্যবান লিড পায় অস্কার ব্রুজনের শিষ্যরা।

মালদ্বীপে আজ (১৩ অক্টোবর) ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৫টায়। আজ জয় পেলেই সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

ম্যাচের ২ মিনিটেই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ দেখেন হলুদ কার্ড। তারপর ৯ মিনিটে বাংলাদেশের নাম্বার সেভেন সুমন রেজার গোলে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। এর মধ্যে বলের দখলে নেপাল এগিয়ে থাকলেও তারা গোলপোস্টে নিতে পারেনি কোনো শট।

Exit mobile version