Site icon Jamuna Television

পদ্মা সেতু এলাকা থেকে আবারও ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকা থেকে উপেন্দ্র বিহার (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে লৌহজং থানা থেকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যর আটক করেছিলো।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, পদ্মা সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতের বিরুদ্ধে অনধিকার প্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, দুপুরে উপেন্দ্র বিহার নামের ওই ব্যক্তিকে আদালতে আনা হয়েছে। আদালতে ৭দিনের রিমান্ড চাওয়ার প্রস্তুতি রয়েছে।

Exit mobile version