Site icon Jamuna Television

চোখের বদলে চোখ উপড়ে ফেলার রায় ইরানের আদালতে

ছবি: সংগৃহীত।

ইরানে জনৈক ব্যক্তিকে শাস্তি হিসেবে চোখ তুলে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। আরেকজনের চোখ অন্ধ করে দেয়ার অপরাধে চোখের বিনিময়ে ইসলামিক নীতির আওতায় এই শাস্তি ঘোষণা করা হয়েছে।

লিবিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামী নীতি কিসাস অনুসারে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির এই শাস্তি ঘোষণা করা হয়েছে। এই আইন অনুসারে দোষী সাব্যস্ত ব্যক্তিদের একইভাবে শাস্তি দেয়া হবে।

স্থানীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী প্রতিবেশীর সাথে ওই ব্যক্তির তুমুল বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর ফলে এক চোখ হারান তার ওই প্রতিবেশী।

চোখের বিনিময়ে চোখ তুলে নেয়ার প্রথা ইরানে আগে চালু থাকলেও এখন তা অনেক কম দেখা যায়। ২০১৬ সালে একজন ব্যক্তির দুই চোখ অন্ধ হয়ে যায় তার চার বছর বয়সী ভাতিজি চোখে চুন ছুড়ে মারার কারণে। এরপর ওই ছোট বাচ্চারও চোখ তুলে নেয়া হয়।

ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী ইরানের আইন পরিচালিত হয়। ইরানের এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের জন্য একাধিকবার মানবধিকার সাহায্য সংস্থার সমালোচনার শিকার হয়েছে দেশটির আইন।

Exit mobile version