Site icon Jamuna Television

জামিন হয়নি আরিয়ানের, আগামীকালও চলবে শুনানি

ছবি: সংগৃহীত।

পরপর কয়েকদফা জামিন নামঞ্জুর হওয়ার পর বুধবার (১৩ অক্টোবর) আশাবাদী ছিলেন শাহরুখ। গত এক সপ্তাহ ধরে মাদক মামলায় কারাবন্দি ছেলে আরিয়ান খানকে আজ সাথে করে বাড়ি ফেরার আশায় ছিলো শাহরুখ দম্পতি। তবে আজ জামিনের রায় হয়নি। আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এই জামিন শুনানি অব্যহত রেখেছেন আদালত।

এর আগে কয়েক দফায় জামিন নামঞ্জুর হওয়ায় আইনজীবী পরিবর্তন করেন শাহরুখ খান। বুধবার আরিয়ানের হয়ে লড়েছেন অ্যাডভোকেট অমিত দেশাই। সালমান খানের ‘গাড়িচাপা’ মামলায়ও আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। সেই মামলা থেকে বেরও হয়ে এসেছেন সালমান। তাই শাহরুখের ভরসা এখন আইনজীবী অমিত।

Exit mobile version