Site icon Jamuna Television

প্যাটেলের বদলে ভারতীয় দলে শার্দুল ঠাকুর

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে স্কোয়াডে নিয়েছে ভারত। অক্ষর প্যাটেল তাই শ্রেয়াস আইয়ার এবং দীপক চাহারের সাথে অপেক্ষমাণ খেলোয়াড় হিসেবে থাকবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুবাইয়ে দলকে সাহায্য করার জন্য আরও আটজন খেলোয়াড় ঢুকবেন ভারতীয় দলের বায়ো বাবলে। তারা হচ্ছেন, আভেশ খান, উমরান মালিক, হার্শাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কর্ন শর্মা, শাহবাজ আহমেদ এবং কে গৌতম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দুবাইতে শুরু হতে যাচ্ছে, যেখানে আইপিএলের আসর শেষ হবার পথে। এছাড়া প্রিলিমিনারি অংশের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে।

Exit mobile version