Site icon Jamuna Television

তামাক, পানের পিকের দাগ মুছতেই ১,২০০ কোটি খরচ ভারতীয় রেলের!

ছবি: সংগৃহীত

পান ও গুটখার (তামাক জাতীয় পণ্য) পিক পরিষ্কারে ভারতীয় রেল কর্তৃপক্ষের ১ হাজার ২০০ কোটি রুপি খরচ হয়ে গিয়েছে। পাশাপাশি রেলস্টেশন পরিষ্কার করতে গ্যালন গ্যালন জল ব্যবহার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতে স্টেশন চত্বরে পিক ফেললেই ৫০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু তাতেও পান বা গুটখার পিক ফেলা রোখা যায়নি। তাই এবার পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করবে ভারতের রেল কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘ইজিস্পিট’ নামে পরিবেশবান্ধব ছোটো আকারের এই পিকদানি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। বারবার সেটিকে ব্যবহারও করা যাবে। ১৫ থেকে ২০ বার ওই পিকদানিটিকে ব্যবহার করা যাবে। রেলের ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় দামে ছোটো আকারের এই পিকদানি পাওয়া যাবে। এখনও পর্যন্ত পশ্চিম, উত্তর ও মধ্য রেল জোনে এই নতুন ধরনের পিকদানির ব্যবহার শুরু হয়েছে।

রেলের কর্মকর্তাদের আশা, নতুন এই পিকদানি ব্যবহার করার ফলে ট্রেনের ভিতর বা রেল স্টেশন চত্বরে স্বচ্ছতা আরও বাড়বে। রেলের এই তিনটি জোনে নতুন ধরনের এই পিকদানি বিতরণের জন্য কিয়স্ক করা হয়েছে। জানা যাচ্ছে, নতুন ধরনের পিকদানি ব্যবহার করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে আরও সহায়তা করবে। ফলে এগুলোকে যেকোনো জায়গায় ফেলে দিলে কোনো অসুবিধা নেই।

Exit mobile version