Site icon Jamuna Television

কার সঙ্গে, কাহার সঙ্গে জন্মদিনে আলিয়া?

এক এক করে জীবনের সিকি শতক পার করছেন আলিয়া ভাট। তাই এবারের জন্মদিনটা ভাট কন্যার জন্য বিশেষ কিছু। তো এমনও বিশেষ দিনে কী করবেন আলিয়া? কার সনে, কাহার সনে তাকে যেতে পারে দেখা?

বাড়ির লোকদের সঙ্গে যে দেখা হচ্ছে না সেটা নিশ্চিত। কেননা আলিয়া এখন বুলগেরিয়াতে। ওানে  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ে রণবীর ও অয়ন চমকে দিতে চাইছেন এই বলিউড সেনসেশনকে।

মুম্বাই মিরর জানিয়েছে, সারাদিন শুটিং ইউনিটে কাটাবেন আলিয়া। ব্যস্ত সূচির কারণে জন্মদিনের অন্য এই দিন পুরো শুটিং বাদ দিতে চাইছেন না  সিনেমার কলাকুশলীরা।

গেল বছরের জন্মদিনও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র শুটিং সেটেই  উদযাপন করেছিলেন আলিয়া ভাট।

সিনেমাটির প্রযোজক করণ জোহররেও এই দিনটিকে বিশেষ পরিকল্পনা করেছিলেন। কিন্তু ১৮ মার্চ তার মা হিরো জোহরের ৭৫তম জন্মদিন উদযাপনে ব্যস্ত থাকবেন তিনি। তাই অল্প সময়ের ব্যবধানে দুই জায়গায় ছোটার ধকল তিনি নিতে চাচ্ছেন না।

তবে, এই শুটিংয়ের ফাকে পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিয়ে আলিয়া অভিসারে যাবেন কিনা, সেটা দিন শেষে বলা যাবে!
যমুনা অনলাইন: এফএইচ
Exit mobile version