Site icon Jamuna Television

যারা টিকা নিতে চান না তাদেরকে ঘুমন্ত অবস্থায় টিকা দিন: দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে, ছবি: সংগৃহীত।

ফিলিপাইনে করোনাভাইরাসে টিকা দেয়া বাধ্যতামূলক নয়। এরপরও টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করা ব্যক্তিদের কাছে পৌঁছানোর একটি উপায় বের করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

সিএনএন’র এক প্রতিবেদনে জানা যায়, ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেছেন, রাতে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ঘুমন্ত মানুষদের করোনাভাইরাসের টিকা দিতে হবে। এই কাজে তিনি নিজেই নেতৃত্ব দেবেন।  

মঙ্গলবার (১২ অক্টোবর) রেকর্ড করা এক ভাষণে দুতার্তে বলেন, যারা টিকা নিতে চান না, গ্রামে গিয়ে তাদের খুঁজে বের করুন। এরপর রাতে বাড়িতে যান, যখন তারা ঘুমিয়ে থাকবে তখন টিকা দিন। এই কাজে আমি নেতৃত্বে থাকব। যদিও ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলে আসছে, করোনার টিকা নেয়া বাধ্যতামূলক নয়। টিকা গ্রহণকারীর সম্মতিতেই তা দিতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবার শেষে টিকা প্রয়োগ শুরু করে ফিলিপাইন। সেখানে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয় চলতি বছরের ১ মার্চ।

Exit mobile version