Site icon Jamuna Television

লাঠিতে ভর দিয়ে জনসম্মুখে ব্রিটেনের রানি

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো লাঠিতে ভর দিয়ে জনসম্মুখে এলেন ব্রিটেনের রানি এলিজাবেথ।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে গির্জার একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় রানিকে। ৯৫ বছর বয়সী রানিকে কালো রঙের একটি লাঠিতে ভর দিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায়। এ সময় তার সাথে ছিলেন মেয়ে প্রিন্সেস অ্যানি।

২০০৩ সালেও ব্রিটেনের রানিকে লাঠি হাতে দেখা গেছে। এরপর ২০০৪ সালে হাঁটুতে একটি অপারেশনের পর সবশেষ তাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। এরপর অবশ্য স্বাস্থ্যগত বড় কোনো সমস্যায় ভুগতে শোনা যায়নি রানিকে। তবে মঙ্গলবার কী কারণে তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন সে বিষয়ে কোনো মন্তব্য আসেনি রাজ পরিবার থেকে।

Exit mobile version