Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি মনমোহন সিং

মনমোহন সিং, ছবি: সংগৃহীত।

আবারও হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার (১৩ অক্টোবর) তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, জ্বর পরবর্তী দুর্বলতার কথা বলেছেন মনমোহন। তারা জানিয়েছে, সোমবার (১১ অক্টোবর) জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তিনি জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু এখনও বেশ দুর্বল রয়েছেন তিনি।

উল্লেখ্য, গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তবে ১০ দিন পরই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এরপর হাসপাতাল ছেড়েছিলেন ৮৯ বছর বয়সী মনমোহন।

Exit mobile version