Site icon Jamuna Television

নিখিলের পছন্দের পোশাকে সাজলেন রাইমা

ছবি: সংগৃহীত।

সাবেক স্ত্রী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে ভুলে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন নিখিল জৈন। কলকাতার এ ব্যবসায়ী মডেলিংয়ে নাম লিখিয়েছেন।

নিখিল জৈন একজন বস্ত্র ব্যবসায়ী। এর আগে তার পোশাকে ফটোশ্যুট করতে দেখা গেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে। সে সময় নায়িকা জানান নিখিল ও তিনি খুবই ভালো বন্ধু।

এবার নিখিলের পছন্দ করা পোশাকে সাজলেন আরেক অভিনেত্রী রাইমা সেন। তার সাথে নিখিলকেও ম্যাচিং করা পোশাকে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। কাঁধখোলা ব্লাউজে রাইমার রূপে যেন মুগ্ধ নিখিল! শুধুই বন্ধুত্ব? এ প্রসঙ্গে রাইমা বলেন, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। এসবে আমার কিছু যায় আসে না। তবে এইসব মিথ্যা গল্প খুব খারাপ লাগে, ভীষণ রেগে যাই।’

অন্যদিকে নিখিল বলেন, নুসরাতের থেকে আলাদা হওয়ার পরে আমার সম্পর্কে যা গল্প শুনেছি, তা নিয়ে কিছু বলার ভাষা নেই। মানুষ কত নিচে নামতে পারে।

Exit mobile version