Site icon Jamuna Television

৫৫০টি কেক কেটে ভারতীয় যুবকের জন্মদিন উদযাপন

ছবি: সংগৃহীত।

জন্মদিন প্রতিটা মানুষের জীবনে বিশেষ একটি দিন। অনেকেই নানাভাবে উদযাপন করেন বিশেষ এই দিনটি। জন্মদিনের জন্য কেক কাটা যেন একটা সাধারণ রীতি হয়ে দাঁড়িয়েছে। তাই বলে ৫৫০টি কেক কেটে জন্মদিন উদযাপন!

ভারতের মুম্বাইয়ের এক যুবক এমন অদ্ভুতভাবেই জন্মদিন উপযাপন করেছেন। আর তার এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, ভিন্ন ভিন্ন ফ্লেভারের ৫৫০টি কেক কাটছেন ওই যুবক। সেখানে দেখা যায়, দুই হাতে দুইটি ছুরি দিয়ে বেশ দ্রুততার সাথেই কেক কাটছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ওই যুবকের নাম সূর্য রাতুরি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনটি টেবিলে সবগুলো কেক সাজিয়ে রাখা হয়েছে। এ সময় অনেকেই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ওই যুবকের কেক কাটার দৃশ্য ভিডিও করছিলেন।

Exit mobile version