Site icon Jamuna Television

প্রস্তুতি ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের আনুষ্ঠানিক বিশ্বকাপ। তার আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নেয়ার সুযোগ মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হারে বাংলাদেশ। সেই ম্যাচে পিঠের ব্যথার কারণে ছিলেন না রিয়াদ। এই ম্যাচের আগে অবশ্য অনুশীলনে ছিলেন তিনি। ম্যাচ শেষ করে রাত ১১টায় ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

ইউএইচ/

Exit mobile version