Site icon Jamuna Television

নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট

অ্যাগনেস টিরপ। ছবি: সংগৃহীত

নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরপ। বুধবার ইটেন শহরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার বয়স হয়েছিল ২৫ বছর। হত্যার পিছনে অ্যাগনেসের স্বামীকে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। তদন্তকারী কর্মকর্তা জানান, খবর পেয়ে বাড়ি গিয়ে অ্যাগনেসকে বিছানায় মৃত অবস্থায় পান তারা। মেঝে পর্যন্ত ছিল প্রচুর রক্তের দাগ।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ’র দুইবারের ব্রোঞ্জ পদক বিজয়ী ছিলেন তিনি। দুই মাস আগেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে ৫ হাজার মিটার দৌড়ে চতুর্থ স্থান দখল করেন তিনি। গত মাসে জার্মানির ১০ কিলোমিটারের রোড রেসে বিশ্বরেকর্ড করেন অ্যাগনেস।

ইউএইচ/

Exit mobile version