Site icon Jamuna Television

অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর জন্য মনোনীত বাঁধন

অ্যাপসা'য় সেরা অভিনেত্রীর জন্য মনোনীত বাঁধন

ছবি: সংগৃহীত

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) এ ‘রেহানা মরিয়ম নূর’ এর জন্য ‘সেরা অভিনেত্রী’ শাখায় মনোনয়ন পেয়েছেন আজমেরী হক বাঁধন। বাঁধন’সহ মোট পাঁচজন অভিনেত্রীকে দেয়া হয়েছে অ্যাপসার মনোনয়ন।

এ শাখায় বাঁধনের প্রতিদ্বন্দ্বীরা হলেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, তিনি মনোনয়ন পেয়েছেন ‘এশিয়া’ নামের সিনেমাটির জন্য।

এছাড়া ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।

এবার বসছে অ্যাপসা’র ১৪তম আসর। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

এনএনআর/

Exit mobile version