
ওবায়দুল কাদের। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লায় পূজামণ্ডপে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এমন হামলা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় অপপ্রচার ও গুজবে কান না দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়া হবে বলে জানান তিনি। অসাম্প্রদায়িক শক্তির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তবে এই বিষয়ে আরও সতর্ক থাকা দরকার ছিল বলেও জানান তিনি।
আগামীকাল শারদীয় দুর্গাপূজার বিসর্জন; নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply