Site icon Jamuna Television

২০০ কোটি রুপি জালিয়াতি, নোরা ফাতেহিকে তলব

ছবি: সংগৃহীত।

২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তাকে ডেকে পাঠানো হয়।

ইডির বরাত দিয়ে জিনিউজ জানায়, এ মামলায় ইতোমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবিষ্যতেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ১৫ অক্টোবর অভিনেত্রী জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। 

তদন্তকারীদের অনুমান, জালিয়াতি করা এ অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী। বলিউডের বেশ কয়েকজনকে ফাঁসিয়েছিল সে। ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং।

Exit mobile version