Site icon Jamuna Television

পোলট্রি, মাছ ও ডেইরির স্বার্থরক্ষায় সয়াবিন মিল রফতানি বন্ধ

পোলট্রি, মাছ ও ডেইরি ফিড তৈরির উপাদান সয়াবিন মিলের রফতানি আজ থেকে বন্ধ। সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, সয়াবিন মিল রফতানি চলতে থাকলে বাধাগ্রস্ত হবে ডেইরি ও পোলট্রি খাদ্য উৎপাদন। আর এর ফলে বাড়তে পারে দামও। যা প্রাণিসম্পদ খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে। ডেইরি ও পোলট্রি সেক্টরের স্বার্থ রক্ষায় আজ থেকে সয়াবিন মিল রফতানি বন্ধ করা হয়েছে।

তবে বুধবার পর্যন্ত যেসব এলসি সম্পন্ন হয়েছে, সে পণ্যগুলো আগামি ২০ অক্টোবরের মধ্যে রফতানি করা যাবে। রফতানি বন্ধের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

Exit mobile version