Site icon Jamuna Television

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে জেলা শহরে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী ও মুন্সিগন্জসহ ২২ জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিজিবি’র পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান নিশ্চিত করেন।

বিজিবি’র পরিচালক বলেন, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা মন্দির ও এর আশপাশের এলাকায় টহল দিবে। অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে তারা দায়িত্ব পালন করবে।

Exit mobile version