Site icon Jamuna Television

জুলাইয়ে ৫ সিটি করপোরেশন নির্বাচন: সিইসি

আগামী জুলাইয়ের মধ্যে ৫টি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সিটি করপোরেশনগুলো হলো রাজশাহী, খুলনা, সিলেট, গাজীপুর ও বরিশাল। রাজশাহীর থানা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সিইসি।

আগামী বছর জানুয়ারির মাঝামাঝি অথবা চলতি বছরের শেষে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রস্তুত রয়েছে বলেও জানান, সিইসি। দুপুরে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

Exit mobile version