Site icon Jamuna Television

১৬ ঘণ্টা পর কমলো সিরাজগঞ্জের যানজট

সিরাজগঞ্জের নলকা সেতুর সংস্কার কাজ চলায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যানজটে ভোগান্তির ১৬ ঘণ্টা পর খুলে দেয়া হলো সেতুর একপাশ। আর এতে কমে এসেছে যানবাহনের দীর্ঘ লাইন।

পুলিশ ও সড়ক-জনপদ কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে মহাসড়কের নলকা সেতুর ওপর খানাখন্দ মেরামতের জন্য ১২ অক্টোবর থেকে সংস্কার কাজ শুরু হয়। এজন্য উত্তরবঙ্গগামী সব যানবাহনকে শহরের সড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে চলাচলের নির্দেশ দেয়া হয়েছিল। বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সেতুর দুইপাশ বন্ধ করে দেয়ায় পাবনা, রাজশাহী ও রংপুর মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় তীব্র যানজট।

দীর্ঘ ১৬ ঘণ্টা পর সেতুর একপাশ খুলে দেয়ায় এখন অনেকটাই যানজট কমে এসেছে। তবে সেতু মেরামতের জন্য শুক্রবার পর্যন্ত সংস্কারকাজ চলমান থাকবে। সে কারণে সব ধরনের যানবাহনকে বিকল্প পথটিও ব্যবহার করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

Exit mobile version