Site icon Jamuna Television

আজও জামিন পেলেন না আরিয়ান

ছবি: সংগৃহীত।

মাদক কাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানের বৃহস্পতিবারের (১৪ অক্টোবরের) শুনানিতেও জামিন আবেদন নাকচ করেন আদলত। জামিন না পাওয়ায় আগামী বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত থাকতে হচ্ছে জেল হেফাজতেই।

আদালত ঘোষণা করেছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ অক্টোবর।

শুনানির সময় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) আইনজীবী অনিল সিংহ দাবি করেন, প্রমোদতরীর সেই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সাথেও শাহরুখপুত্রের যোগাযোগ ছিল বলে মনে করছেন তিনি। সেই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন তিনি।

আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেছেন, আরিয়ানের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ফোনে কোনও প্রমাণ মেলেনি। তাই তাকে আটকে রাখার কোনও কারণ নেই।

Exit mobile version