Site icon Jamuna Television

প্রথমবারের মতো হিন্দি সিনেমা করবেন সামান্থা

ছবি: সংগৃহীত।

ডিভোর্সের পর নতুন সুখবর নিয়ে হাজির হচ্ছেন সামান্থা। বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। প্রথমবারের মতো কোনো হিন্দি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

জানা গেছে, সিনেমাটিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। তবে তার সহশিল্পী কে হচ্ছেন, সেটা এখনো গোপন রাখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে সিনেমাটির শ্যুটিং শুরু হবে।

এদিকে বলিউডের সিনেমায় কাজের জন্য মুম্বাইতে দীর্ঘ সময় থাকতে হবে সামান্থাকে। তাই মুম্বাইতে একটি ফ্ল্যাট নিয়েছেন তিনি।

বর্তমানে সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমার কাজ। একটি হলো ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’। যেখানে তিনি অভিনয় করছেন বিজয় সেথুপতির সঙ্গে। অন্যটি পৌরাণিক গল্পে নির্মাণাধীন সিনেমা ‘শকুন্তলাম’।

প্রসঙ্গত, গুঞ্জন ছিল, বিচ্ছেদের পর নাগার কাছ থেকে ভরণপোষণ বাবদ ৫০ কোটি টাকা পাবেন সামান্থা। তবে এখন শোনা যাচ্ছে, ৫০ কোটি নয়, সামান্থাকে ২০০ কোটি টাকা ভরণপোষণ দেয়ার প্রস্তাব দিয়েছেন নাগা। কিন্তু সেই টাকা নিতে নারাজ এই অভিনেত্রী। সামান্থা জানান, তিনি নাগার কাছ থেকে একটি টাকাও নেবেন না।

Exit mobile version