Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দুদকের

খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। এর শুনানি শেষ না হওয়া পর্যন্ত বিএনপি নেত্রীর জামিন স্থগিতের আবেদনও করেছে দুদক।

সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। বুধবার খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চাওয়ায় দুদককে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেই সাথে রোববার পর্যন্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করা হয়।

এদিকে ওকালতনামায় খালেদা জিয়ার সাক্ষরের জন্য সকালে জেইলগেটে গিয়েছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। এ সংক্রান্ত নথি জেল কর্তৃপক্ষের কাছে দিয়ে এসেছেন তিনি।

Exit mobile version