Site icon Jamuna Television

মাথায় ৭৩৫টি ডিম ব্যালেন্স করে বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত।

প্যাকেটে থাকার সময় একটা ডিমের সাথে আরেকটা ডিমের ঠোকাঠুকিতেও ভেঙে যায়। এখানে আমরা দুটো বা খুব বেশি হলে এক ডজন ডিমের কথা বলছি।   

ওই সংখ্যক ডিমই যদি মাথায় ‘ব্যালেন্স’ করতে বলা হয়, তাহলে অনেকেই তা পারবেন না? যারা পারবেন, সেই সংখ্যাটাও খুবই কম।

ইয়ন নিউজের প্রতিবেদনে জানা যায়, গ্রেগরি দ্য সিলভা নামে পশ্চিমা আফ্রিকার এক ব্যাক্তি একসাথে ব্যালেন্স করেন ৭৩৫টি ডিম। একবারে ৭৩৫টি ডিম ‘ব্যালেন্স’ করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তার সেই বিশ্বরেকর্ড গড়ার মুহূর্তটি সম্প্রতি ভাইরাল হয়েছে।

মাথায় একটি হ্যাটে ৭৩৫টি ডিম ব্যালেন্স করে দেখান গ্রেগরি। চীনের সিসিটিভির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিশেষ অনুষ্ঠানে এই কাজ করে দেখান তিনি।

গত তিন দিন ধরে নিজের হ্যাটের সাথে ডিম জুড়তে ব্যস্ত ছিলেন তিনি। তিন দিনের প্রচেষ্টার পর লাইভ টিভিতে ৭৩৫টি ডিম ‘ব্যালেন্স’ করে বিশ্বরেকর্ড গড়েন গ্রেগরি।

অসামান্য এই দক্ষতাকে সাধুবাদ জানিয়েছেন প্রায় সবাই।

Exit mobile version